Chakaria, Cox’s Bazar | EIIN: 106195
Chakaria, Cox’s Bazar | EIIN: 106195
চকরিয়া কোরক বিদ্যাপীঠ-এর ইতিবৃত্ত
মোহাম্মদ নুরুল মোস্তফা (সহকারী শিক্ষক-চকোবি)
‘চকরিয়া কোরক বিদ্যাপীঠ’ কক্সবাজার জেলার শীর্ষস্থানীয় কয়েকটি বিদ্যালয়ের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। পুরো জেলা এমনকি দক্ষিণ চট্টলাও এর আলোয় উদ্ভাসিত। প্রতিবছর পিইসি, জেএসসি ও এসএসসি-তে প্রায় শতভাগ পাসের পাশাপাশি সর্বাধিক সংখ্যক জিপিএ-৫, প্রাথমিক বৃত্তি ও জুনিয়র বৃত্তি লাভে জেলার শীর্ষস্থানে । অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বিদ্যাপীঠ । কিন্তু এত অল্প সময়ে এতদূর পৌঁছাতে তাঁকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতরাই। এ সাফল্যে যাঁর অবদান সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে, তিনি হচ্ছেন সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত জনাব নুরুল কবির স্যার। তিনি নিজে যেমন নিরলসভাবে খেটেছেন, তেমনি তাঁর সহকর্মীদেরকেও খাটতে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছেন। সেই প্রতিষ্ঠালগ্ন থেকে দেখা যেত-সূর্যোদয়ের অনেক আগেই তিনি বিদ্যালয়ে হাজির হয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন। আর বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন মনে করতেন, তার সবই তিনি যেভাবেই হোক তা করে যেতেন। তাঁর সেসব কাজের মধ্যে ছিল: শিক্ষার্থী সংগ্রহ, মেধাবী শিক্ষার্থীদের অধিকতর ভালো ফলাফলে উৎসাহ প্রদান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যত্ন ও প্রেরণা যোগানো। আর তাঁকে সার্বক্ষণিক সমর্থন ও সহযোগিতা দিয়ে গেছেন প্রতিষ্ঠাতা দাতা এবং বন্ধুমহল। যখনই প্রয়োজন হয়েছে তাঁরা তখনই পাশে এসে দাঁড়িয়েছেন। সহকর্মী শিক্ষক-শিক্ষিকাগণকে তাঁদের সর্বোচ্চ ত্যাগে উৎসাহ দান, এলাকার দল-মত নির্বিশেষে সকলকে বিদ্যালয়ের উন্নয়নে শরিক করা, সর্বোপরী বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনিসহ প্রতিষ্ঠাতা দাতাগণ ঐক্যবদ্ধভাবে সদা সচেষ্ট ছিলেন।